টেলিভিশন প্রেজেন্টেশন কেবল সুন্দরভাবে খবর বা প্রোগ্রাম পড়া নয় – এটা ভয়েস, বডি ল্যাঙ্গুয়েজ, ক্যামেরা সেন্স, প্রোডাকশন বোঝা আর স্টোরি বলার আর্ট–এর সমন্বয়। Tune Lab এখন আয়োজন করছে অফলাইন টিভি প্রেজেন্টেশন কোর্স, যেখানে ধাপে ধাপে আপনি শিখবেন কীভাবে আত্মবিশ্বাসের সাথে ক্যামেরার সামনে দাঁড়াতে হয়।
কীভাবে নিউজ ও প্রোগ্রাম প্রেজেন্টেশন আলাদা হয়।আর কীভাবে স্টুডিও–প্রোডাকশন টিমের সঙ্গে প্রফেশনালভাবে কাজ করতে হয়।সব কোর্সই সম্পূর্ণ অফলাইনে, স্টুডিও এনভায়রনমেন্টে, সীমিত আসনে পরিচালিত হবে।